স্বদেশ ডেস্ক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আগামীকাল সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে প্রাচ্যনাটের নাটক ‘পুলসিরাত‘। আর মঞ্চ নাটকটি দর্শকদের আসনে বসে উপভোগ করবেন সদ্য মুক্তি পাওয়া ‘বিউটি সার্কাস’ সিনেমার কলাকুশলীরা। থাকবেন সিনেমার নির্মাতা মাহমুদ দিদার, বিউটি তথা জয়া আহসান, নায়ক রঙলাল চরিত্রের এবিএম সুমন, অভিনেতা ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিসহ অনেকেই।
জানা গেছে, নাটক শেষে ‘বিউটি সার্কাস’ টিম নাটক এবং তাদের সিনেমাটি নিয়ে দর্শকদের সঙ্গে আড্ডাও দেবেন।