স্বদেশ ডেস্ক:
ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মালয়েশিয়ার সাতটি প্রদেশে। দেশটির মেলাকা, জহর, সেলানগর, পেনাং, কেদাহ, পারলিস ও সারাক রাজ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর : দ্য স্টার।
সম্প্রতি মালয়েশিয়ায় জাকির নায়েকের উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। দেশটির ন্যাশনাল পেট্রিয়টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। সেই সঙ্গে তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার দাবিও উঠেছে। মালয়েশিয়ার মেলাকা প্রদেশের মুখ্যমন্ত্রী আদলি জাহরি বলেন, জাকির নায়েককে এই রাজ্যে ধর্মীয় আলোচনা করতে নিষেধ করা হয়েছে। দেশটির জহর রাজ্যের ইসলামিক বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকি জানান, জাকির নায়েককে ধর্মীয় ভাষণ দিতে কোনো অনুমোদন দেয়নি জহর রাজ্য।
পেনাং রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জাকিউদ্দিন আবদুল রহমান জানিয়েছেন, জাকির নায়েককে ধর্মীয় ভাষণ দিতে এই রাজ্য স্বাগত জানাবে না। এই সিদ্ধান্ত ৬ মাস আগেই নেওয়া হয়েছে।
এদিকে সেলানগর, কেদাহ, পারলিস ও সারাক প্রদেশের পক্ষ থেকেও জাকির নায়েকের প্রকাশ্যে ভাষণ দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়।
এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ গত শুক্রবার বলেছেন, জাকির নায়েককে দেওয়া স্থায়ী নাগরিকত্ব মর্যাদা বাতিল করা হতে পারে।