মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

উত্তাল ইরান, হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম বন্ধ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

স্বদেশ ডেস্খ:

হিজাব ঠিকমতো না পরায় পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যু ঘিরে ইরানে সহিংস বিক্ষোভ অব্যাহত। ইতিমধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দেশটির এক পুলিশ সদস্যও আছেন। বিক্ষোভ দমাতে দেশটির কর্তৃপক্ষ সামাজিম যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ-ইন্সটাগ্রাম সেবা বন্ধ করে দিয়েছে। আজ বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানজুড়ে উল্লেখযোগ্য ইন্টারনেট পরিষেবাও বিপর্যয় ঘটেছে। দেশটির লাখ লাখ মানুষ এখন অফলাইনে।

গত সপ্তাহে ঠিকমতো ড্রেসকোড অবলম্বন না করায় দেশটির নৈতিক পুলিশ মাহশা আমিনিকে গ্রেপ্তার করে। এর পর গত শুক্রবার আমিনি পুলিশি হেফাজতে মারা যায়। এর জেরেই ইরানজুড়ে শুরু হয় তুমুল বিক্ষোভ।
ইরানের সংবাদমাধ্যম ও কর্মকর্তারা জানিয়েছে, বিক্ষোভে অন্তত ছয়জন প্রতিবাদকারী নিহত হয়েছেন। পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা ও সরকারপন্থী এক মিলিশিয়াও নিহত হয়েছেন। তবে দেশটির মানবাধিকার সংস্থাগুলোর দাবি, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

ইন্টারনেট পর্যবেক্ষক নেটব্লকস বলেছে, ইরানের প্রধান মোবাইল টেলিফোন সংস্থা ও অন্যান্য কোম্পানির নেটওয়ার্ক ব্যবস্থায় যোগাযোগ ব্যাঘাত চলছে। দেশটিতে হোয়াটসঅ্যাপ পরিষেবা ঠিকমতো কাজ করছে না। এর আগে ইন্সটাগ্রাম পরিষেবা ব্লক করে দেওয়া হয়েছিল।

তেহরান ও দক্ষিণ ইরানের দুই বাসিন্দা বলেন, তারা হোয়াটস অ্যাপে শুধু বার্তা পাঠাতে পারছেন কিন্তু ছবি পাঠানো যাচ্ছে না। অন্যদিকে ইন্সটাগ্রাম পুরোপুরি ব্লক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ