স্পোর্টস ডেস্ক:
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই দলে যুক্ত করা হয়েছে ফাস্ট বোলার অ্যাডাম মিলনেকে। ইনজুরির কারণে দলের সাম্প্রতিক সফরে ছিলেন না তিনি। গত বছর সংযুক্ত আরব আমিরাতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন এই ডানহাতি। সেবার লকি ফার্গুসনের ইনজুরির কারণে সুযোগ পেয়েছিলেন তিনি।
এবার সেই ফার্গুসনও আছেন। সেই সঙ্গে কিউইদের পেস ইউনিটে আছে অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
এই দলটিই আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে।
আগামী ১৬ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে বিশ্বকাপ। যেখানে ২২ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কিউইরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি ও টিম সাউদি।