বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেপ্তার

এফআর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক:

নকশা জালিয়াতির অভিযোগে এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুদকের সেগুনবাগিচা কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য। তিনি জানান, বনানীর এফআর টাওয়ারকে ২৩তলা পর্যন্ত বাড়ানোর জন্য নকশা জালিয়াতির মামলায় সোমবার বেলা ১টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়।

অবৈধভাবে এফআর টাওয়ারের ১৬ থেকে ২৩তলা নির্মাণের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এই মামলায় গতকাল রোববার এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে ও ৩০ জুলাই রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে গ্রেপ্তার করে দুদক।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ নিহত হওয়ার পর এই ভবন নির্মাণে নানা অনিয়মের বিষয়গুলো বেরিয়ে আসতে থাকে। এরই অংশ হিসেবে মামলা হয়। মামলা দুটি তদন্তের পর বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877