রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৭

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

স্বদেশ ডেস্ক:

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মহামারী করোনার মধ্যে কোয়ারেন্টাইনের জন্য নির্ধারিত একটি বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৮ সেপ্টেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, গুইঝো প্রদেশের একটি এক্সপ্রেসওয়েতে বাসটি উল্টে যায়, সানডু কাউন্টি পুলিশের একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

চীনা বিজনেস নিউজ আউটলেট কাইক্সিন বলেছে যে স্যান্ডু কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে যাত্রীরা ‘মহামারী করোনায় আক্রান্ত’ তাদেরকে প্রাদেশিক রাজধানী গুইয়াং থেকে লিডো কাউন্টিতে নিয়ে যাওয়া হচ্ছিল, এটি প্রায় ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত।

শুক্রবার গুইয়াং নতুন প্রায় ১৮০ জনের করোনা শনাক্ত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ