স্বদেশ ডেস্ক:
আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতউল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি’র এই ভাইস চেয়ারম্যানকে দেখতে যান বিএনপি মহাসচিব।
উল্লেখ্য, গতকাল কুমিল্লায় আওমীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বরকতউল্লাহ বুলুর ওপর হামলা চালায়। এ সময় বরকতউল্লাহ বুলু ও তার স্ত্রীসহ তার সাথে থাকা একাধিক লোক আহত হন। পরে আহত বরকতউল্লাহ বুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।