স্বদেশ ডেস্ক:
লিফটে আটকে গিনেল ফার্নান্ডেজ নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারতের মহারাষ্ট্র প্রদেশের পশ্চিম মালাডের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গিনেল ফার্নান্ডেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর ১টার দিকে সাত তলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠেছিলেন। একটি পা লিফটে ঢুকলেও বাকি শরীর বাইরে ছিল। এই অবস্থায় লিফট ওপরে উঠতে শুরু করে। এক পর্যায়ে দেয়াল ও লিফটের মধ্যে আটকে যান তিনি। তার চিৎকারে নিরাপত্তারক্ষীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।