বুধবার, ০১ মে ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন

ডেঙ্গু : এক দিনে আরো ৩৮৯ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু : এক দিনে আরো ৩৮৯ জন হাসপাতালে ভর্তি

স্বদেশ ডেস্ক:

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ২৬৪ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১২৫জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ২৫১জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯২৯ জন ঢাকার মধ্যে এবং ৩২২ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯ হাজার ৮৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৭ হাজার ৮০১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে ৮ হাজার ৫৪৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ৬ হাজার ৮৫৫ জন ঢাকার এবং বাকি ১ হাজার ৬৯২ জন ঢাকার বাইরের বাসিন্দা।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৩৯ জন।

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877