হাকিকুল ইসলাম খোকন(ওয়াশিংটন): মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক আলমগীর সোহেল গত ১৮ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজেউন)। এক টেলিফোন বার্তায় এ তথ্য জানিয়েছেন ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ সভাপতি রফিক পারভেজ। টেলিফোন বার্তায় রফিক পারভেজ জানান, ১৮ আগস্ট সকালে ঢাকার বনানীস্থ বাসভবনে মৃত অবস্থায় আলমগীর সোহেলকে উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে আলমগীর সোহেলের পরিবারের সদস্যরা দ্রুত সেখানে উপস্থিত হন। খবর বাপসনিউজ ।
উল্লেখ্য, ২০১২ সালে গঠিত মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগে আলমগীর সোহেল সাংগঠনিক সম্পাদক হিসাবে যোগদান করেন। পরে তাকে যুগ্ম সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়। আলমগীর সোহেলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ। এক শোক বার্তায় মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রয়াত আলমগীর সোহেলের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় স্বাক্ষর করেন যথাক্রমে: দলের সভাপতি সাদেক খান, সহ-সভাপতি শিব্বীর আহমেদ, সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি জি আই রাসেল, সহ-সভাপতি মুজিবুর রহমান খান, সহ -সভাপতি জুয়েল বড়ুয়া, সহ সভাপতি আকতার হোসাইন, সহ-সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বাকী, যুগ্ম-সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম-সম্পাদক মনির পাটেয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।