শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

পূর্ণিমার ভক্তদের জন্য সুখবর

পূর্ণিমার ভক্তদের জন্য সুখবর

বিনোদন ডেস্ক:

চলতি বছর মাঝামাঝিতে বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। এরপর থেকেই অনেকটা আড়াল আছেন এই অভিনেত্রী। বিরতি নিয়েছেন কাজ থেকেও। অবশেষে পূর্ণিমার ভক্তদের জন্য আসছে সুখবর। আবারও কাজে ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা।

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। সিনেমার নাম ‘আহারে জীবন’। আজ বুধবার সিনেমার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন তিনি-এমনটাই জানালেন নির্মাতা তাজু কামরুল।

তিনি জানান, ‘আহারে জীবন’ সিনেমাটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক ছটকু আহমেদ। আর এতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস। আরও থাকবেন ওমর সানী, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, শাহনূরসহ অনেকে।

জানা গেছে, করোনাকালের সময়ের একটি গল্প ঘিরে নির্মিত হবে সিনেমাটি। আগামী ১৬ অক্টোবর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শুরু হবে এর শুটিং।

এদিকে, সর্বশেষ পূর্ণিমা অভিনয় করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ সিনেমায়। সিনেমা দুটি এখনও মুক্তির অপেক্ষা রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877