শনিবার, ১১ মে ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

সাজানো নির্বাচনের পায়তারা চলছে: জি এম কাদের

সাজানো নির্বাচনের পায়তারা চলছে: জি এম কাদের

স্বদেশ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, ‘নির্বাচন কমিশন যেন সাজানো নির্বাচন করতে পায়তারা চালাচ্ছে। সংলাপে প্রায় সব রাজনৈতিক দলগুলো ইভিএমের বিরোধিতা করেছে, কিন্তু নির্বাচন কমিশন ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।’

আজ বুধবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের এ কথা বলেন জি এম কাদের।

ইভিএম বিষয়ে জাপা চেয়ারম্যান জি এম কাদের আরও বলেন, ‘দেশের বেশির ভাগ মানুষ মনে করে, ইভিএম হচ্ছে কারচুপির মেশিন। আবার নির্বাচন কমিশন সম্প্রতি বলছে, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা তাদের দায়িত্ব নয়। তাই নির্বাচন কমিশন একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারবে তাতে অনেকেরই সন্দেহ আছে। মনে হচ্ছে, নির্বাচন কমিশন কোনো অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে মাতামাতি করছে।’

জি এম কাদের বলেন, ‘দেশের মানুষ কথা বলতে পারছে না। কোনো দাবিতে আন্দোলন হলে পুলিশ ও প্রতিপক্ষরা তাতে হামলা চালাচ্ছে। তাতে মনে হচ্ছে- এমন বাস্তবতায় নির্বাচন হলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। যেখানে সরকারের ৯০ ভাগ প্রভাব রয়েছে, পুলিশ ও প্রশাসন সকারের হাতে, এমন বাস্তবতায় সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো সংকট নেই। কোনো ভাঙনের মুখে পড়বে না জাতীয় পার্টি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি প্রতিপক্ষ হিসেবে জাতীয় পার্টিকে বারবার ক্ষতি করতে চেয়েছে। যারা পার্টি ছেড়ে গেছে তারা কেউ শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেনি। এভাবে কেউ চলে গেলেও জাতীয় পার্টি দুর্বল হবে না।’

নির্বাচনী জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের আগ মুহূর্তে দলীয় ফোরামে আলোচনা করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তখনকার বাস্তবতা ও সাধারণ মানুষের প্রত্যাশার কথা বিবেচনা করে জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি। তবে, এখন আমরা ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। দলকে আরও শক্তিশালী করতে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করছি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877