রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
সব কৃষিবিশ্ববিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা

সব কৃষিবিশ্ববিদ্যালয়ে ১০ সেপ্টেম্বর একযোগে গুচ্ছ ভর্তি পরীক্ষা

স্বদেশ ডেস্ক:

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের (প্রথমবর্ষ) ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর শনিবার একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তৃতীয় বারের মতো এবারো গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ ভর্তি পরীক্ষা।

গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) জনসংযোগ বিভাগ জানায়, এ বছর দেশের ৮টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় যথা ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), রাজধানীর শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষিবিশ্ববিদ্যালয়, খুলনা কৃষিবিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষিবিশ্ববিদ্যালয়ে মোট ৩,৫৩৯ আসনের বিপরীতে ৭৯,১৫৯ জন পরীক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। হবিগঞ্জ কৃষিবিশ্ববিদ্যালয় ব্যতীত বাকি ৭টি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজধানীর ইডেন মহিলা কলেজসহ মোট ১০টি কেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ন্যুনতম যোগ্যতা এসএসসি-এইচএসসি (ন্যুনতম জিপিএ ৪.০) এবং এসএসসি ও এইচএসসিতে একত্রে ন্যুনতম জিপিএ ৮.৫ নির্ধারণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ৭,০০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে যাদের ভর্তি রোল ২২,৫০১ থেকে ২৯,৫০০ পর্যন্ত। ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের জন্য বশেমুরকৃবি প্রশাসন চত্বর হতে গাজীপুর চৌরাস্তা ও রাজেন্দ্রপুর চৌরাস্তা পর্যন্ত শাট্ল বাসের বিশেষ ব্যবস্থা থাকবে। এছাড়াও জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা হটলাইন ০১৭২৩২০০১৬৮ ও নিরাপত্তা সেবা হটলাইন ০১৭১৬৬২৮৩২৪-এ যোগাযোগ করা যাবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877