শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চামড়ার অস্বাভাবিক দরপতন চ্যালেঞ্জ করে রিট

চামড়ার অস্বাভাবিক দরপতন চ্যালেঞ্জ করে রিট

স্বদেশ ডেস্ক:

কোরবানির পশুর চামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন ফরহাদ হানিফ এ রিট করেন।

রিটে কোরবানির পশুর চামড়ার মূল্যের অস্বাভাবিক দরপতন কেন অবৈধ হবে না-মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। এ ছাড়া চামড়ার দরপতনের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও বলা হয়েছে।

হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চে শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিটকারী এ আইনজীবী।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৫-৫০ টাকা এবং ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। এ ছাড়া সারা দেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা এবং বকরির চামড়া ১৩-১৫ টাকায় সংগ্রহ করতে বলা হয়। কিন্তু সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কয়েক গুণ কমে কোরবানির পশুর চামড়া বিক্রি হয়েছে।

ফলে চাহিদা অনুযায়ী দাম না পেয়ে অনেকেই চামড়া মাটিতে পুঁতে রাখে এবং কেউ রাস্তায় কেউবা নদীতে ফেলে দেয়। আর এটি নিয়ে সারা দেশে তুমুল আলোচনা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877