স্বদেশ ডেস্ক:
‘মিনিকেট’ চালকে প্রতারণা অভিহিত করে মানুষকে মোটা চাল খাওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। আজ মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অধিদপ্তরের কার্যালয়ে সুপার শপ ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন সফিকুজ্জামান।
এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মিনিকেট চালের প্রতারণা বন্ধ করতে হবে। আমাদের মোটা চাল খাওয়ার অভ্যাস করা উচিত। মোটা চালের ভাত খেতেও মজা এবং মোটা চালের ভাত খেলে মিনিকেট নামের চাল তৈরির সুযোগ থাকবে না।’
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘বাইরে যে চাল ৬৮ টাকা বিভিন্ন সুপার শপ ৮২ টাকা কেজি বিক্রি করছে। এখানে ব্লেম গেম খেলা হচ্ছে। কেউ কোনো দায় নিতে চাচ্ছে না। ভোক্তারা সচেতন হচ্ছে বিধায় অভিযোগ বাড়ছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জানা যাচ্ছে।’
সুপার শপগুলো অতিরিক্ত দাম নিচ্ছে দাবি করে তিনি বলেন, সুপার শপগুলো স্বাধীন দেশে যে যার মতো দাম নিচ্ছে। এর লাগাম টেনে ধরতে হবে। ভোক্তার পকেট যাতে কাটা না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।
মতবিনিময় অনুষ্ঠানে সুপার শপ আগোরা, স্বপ্ন, ইউনিমার্টের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় তারা চাল, মসুর ডাল, আটা, ময়দা, সুজি, লবণ এসব পণ্যের বিক্রয় মূল্যের তথ্য উপস্থাপন করেন।