শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত ৬ লাখ, মৃত ২ সহস্রাধিক

করোনায় আক্রান্ত ৬ লাখ, মৃত ২ সহস্রাধিক

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৪৬ হাজার ৬৯ জন। আর মারা গেছেন দুই হাজার ১৬৫।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ২৫৮ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৯২ হাজার ৩৮৫ জন। আর সুস্থ হয়েছেন ৫৮ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ২৮৩ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৬১ লাখ ৪৯ হাজার ১৬ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭৪৮ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৪ লাখ ২৯ হাজার ২৫৮ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৮৭৪ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৫ লাখ নয় হাজার ৯৬১ জন। মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৩৯ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877