বুধবার, ২২ মে ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছেন ছয় লাখ ৬৪ হাজার ৪১১ জন। আর মারা গেছেন এক হাজার ৮২৬ জন।

এর আগে সোমবার আক্রান্ত হয়েছিল চার লাখ সাত হাজার ৫৭৩ জন। আর মারা গিয়েছিল ৯০২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ১৮৯ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৯০ হাজার ২২০ জন। আর সুস্থ হয়েছেন ৫৮ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ৬৯১ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৬০ লাখ ৯১ হাজার ১২০ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৬৭১ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৮২৯ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৮২ হাজার ৬০৩ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৯৬৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877