রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ অপরাহ্ন

প্রতিপক্ষ আফগানিস্তান : আজও সাকিবের বাজি!

প্রতিপক্ষ আফগানিস্তান : আজও সাকিবের বাজি!

স্বদেশ ডেস্ক:

‘যদি কলার এই খোসাটা একবারে ময়লার ঝুড়িতে ফেলতে পারি, তাহলে আফগানিস্তান দল চল্লিশের ঘরে অল আউট হবে। আর ফেলতে না পারলে আশি রান করার আগেই অল আউট হবে।’ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শুরুর আগে সতীর্থদের সামনে ড্রেসিংরুমে এমনই এক চ্যালেঞ্জ নিয়েছিলেন সাকিব আল হাসান। ম্যাচটা ছিল ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সাকিবের বাজি সেদিন কাজে লেগেছিল। অবশ্য, সাকিব পারেননি কলার খোসাটা ঝুড়িতে ফেলতে। তাই আফগানিস্তানও অল-আউট হয়নি ৪০-এর ঘরে। তবে ৮০ ছোঁয়ার আগেই ৭২ রানেই আফগানিস্তানকে অল-আউট করে সাকিব তার কথা রেখেছেনই বটে। নেতৃত্বও দিয়েছেন সামনে থেকে, বীরের বেশে৷ ৩.১ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন আফগানদের ৩ উইকেট!

তারপর ব্যাট হাতেও অপরাজিত ১০ রান। ফলাফল বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। আর ম্যান অফ দ্য ম্যাচ? সেই বাজিকর সাকিব আল হাসান! ঘটনাটা ঘটেছিল আজ থেকে আট বছর আগে, ১৬ মার্চ তারিখে, মিরপুর শেরে-বাংলাতে। অতঃপর সময় বহমান, বহমান প্রতিক্ষণ। দিনের পর দিন এসেছে, সূর্য হেসেছে। রাতের পর রাত ফুরিয়েছে, কেটে যায় কত কাল। বদলে গেছে সময়, বদলে গেছে আবহাওয়া।

পরিবর্তনের হাওয়া লেগেছে আফগান ক্রিকেটে। পৃথিবী রাজ করছে ওরা ডার্ক হর্স হয়ে। বিশ্ব ক্রিকেটেও সমাদর বেড়েছে, ফ্রাঞ্জাইজি ক্রিকেটও দাপট ছড়াচ্ছে। বিপরীতে আছি সেই পুরনো রূপে, আমরাই আছি একই জায়গায় থমকে। সেদিন যে আফগানদের হারিয়েছিলাম হেসেখেলে, সেই আফগানদের মুখোমুখি হলে এখন আত্মাকাঁপে। জানা নেই কী হবে। আজ মঙ্গলবারও ফের আফগানরা মুখোমুখি হবে আমাদের৷ দেখা যাক কী হয়, অপেক্ষা করি তবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877