মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

পাকিস্তানে বন্যা : ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

পাকিস্তানে বন্যা : ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানে চলমান বন্যার কারণে ৩ কোটি ৩০ লাখেরও বেশি মানুষ এবং ৭২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জুনের মাঝামাঝি থেকে শুরু হওয়া মৌসুমী বৃষ্টির কারণে এই দুর্যোগের সৃষ্টি। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বিষয়টি জানিয়েছে।

রোববার গভীর রাতে এনডিএমএ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার ২৩টি জেলা এবং ১ কোটি ৪৫ লাখেরও বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান দ্বিতীয় সর্বাধিক ক্ষতিগ্রস্ত প্রদেশ। সেখানকার ৯০ লাখেরও বেশি মানুষ এবং ৩১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত তিন দশকের তুলনায় দেশটিতে ২৮ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত বৃদ্ধি পায় ১৮৮ শতাংশ। তিন দশকে বৃষ্টিপাতের পরিমাপ ছিল ১৩৫ মিলিমিটার। কিন্তু এ মৌসুমে তা দাঁড়িয়ে হয়েছে ৩৯০ মিলিমিটার।

এনডিএমএ জানিয়েছে, সিন্ধু প্রদেশে এবার বৃষ্টিপাত ৪৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৯৭ মিলিমিটার। যা গত তিন দশকে গড়ে ছিল ১২২ মিলিমিটার। অন্যদিকে বেলুচিস্তানে বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছে ৪১১ শতাংশ।

সূত্র : সিনহুয়া/ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877