সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

চবির ‘বি’ ইউনিটে ৫৬.৬৪ শতাংশ ফেল

চবির ‘বি’ ইউনিটে ৫৬.৬৪ শতাংশ ফেল

স্বদেশ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’  ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। ২৬ হাজার ৬০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ হাজার ৬৯ জনই ফেল করেছেন। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৫৬ দশমিক ৬৪ শতাংশ।

এ ছাড়া পরীক্ষায় পাস করেছেন ১১ হাজার ৫৩৫ জন শিক্ষার্থী। যা পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৪৩ দশমিক ৩৬ শতাংশ। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন এবং ‘বি’ ইউনিটের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ‘কিছু যান্ত্রিক সমস্যার কারণে ফলাফল প্রকাশে সময় লেগেছে। সবশেষে আমরা নির্ভুলভাবে ফলাফল প্রকাশ করেছি।’

এর আগে গত ২০ আগস্ট অনুষ্ঠিত হয় ‘বি’ ইউনিটের পরীক্ষা। ৩৫ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২৬ হাজার ৬০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৭২ জন। যা শতকরা ২৫ দশমিক ৬৩ শতাংশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877