সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

করোনা আক্রান্ত ৬০ কোটি ৫০ লাখ ছাড়ালো

করোনা আক্রান্ত ৬০ কোটি ৫০ লাখ ছাড়ালো

স্বদেশ ডেস্ক:

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৫০ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ৬৪ লাখ ৮৬ হাজারের কাছাকাছি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৫০ লাখ ৯৮ হাজার ৭৩৬ জন। মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৮৫ হাজার ৯৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার ৪৭১ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৯ লাখ ৭০ হাজার সাতজন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার ৮৪৩ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ৯৮ হাজার ৬৯৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ৫৯৭ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৮৫৭ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877