শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪২ অপরাহ্ন

অযত্ন আর অবহেলায় বিলুপ্ত প্রায় বাঘা মসজিদ….!!!

অযত্ন আর অবহেলায় বিলুপ্ত প্রায় বাঘা মসজিদ….!!!

আদান ইসলাম মৌ: রাজশাহী থেকে পাবনা যাবার পথে একটি বিখ্যাত মসজিদ হলো বাঘা মসজিদ। প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আর শিল্পকলার আঙ্গিকে বিচার করলে বলা যায়, এই মসজিদটি বাংলাদেশের অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। আর্কিটেকচারাল ডিজাইন ও বিস্ময়কর! বাংলাদেশের মুদ্রা নোটে এই মসজিদটি স্থান পেয়েছে।
মসজিদ সংলগ্ন মাজার এবং দিঘীটির জন্য আকর্ষণীয় পরিদর্শণ স্থানে পরিণত হয়েছে স্থানীয় ছাড়াও দেশের দুর-দুরান্ত থেকে দেখতে আসা জনগণের কাছে । মসজিদ প্রাঙ্গণটি প্রতিদিন মুখরিত হয় ধর্মীয় অথবা নিছক বেড়াতে আসা অসংখ্য জনগণের পদচারণায়। অযত্ন আর অবহেলায় আজ আকর্ষণীয় এই মসজিদটি প্রায় বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। মসজিদটির বিভিন্ন কাঠামোর ভঙ্গুরদশা দেখে বিস্মিত হবার যোগাড়-সেইসাথে মসজিদ সংলগ্ন দিঘীটিরও অবস্থা নাজুক বলা যায়, দিঘিটির পাড়গুলোতে শ্যাওলা পড়ে জরাজীর্ণ অবস্থা। একটু নজর নিলেই ঐতিহ্যবাহী এই বাঘা মসজিদটিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। ঐতিহ্যবাহী এই বাঘা মসজিদটি বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে অনতিবিলম্বে সংস্কার প্রয়োজন। দেশে-প্রবাসে বসবাসকারী বাংলাদেশীরাসহ উর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে অনায়াসে মসজিদটি রক্ষায় এগিয়ে আসতে পারেন বলে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয় এবং জীর্ণ-শীর্ণ এই ঐতিহ্যবাহী বাঘা মসজিদটি যেন বিলীণ না হয়ে যায়-সেজন্য সকলের সহযোগীতাও কামনা করেছেন এলাকাবাসীরা।
-(লেখক: নিউইয়র্ক প্রবাসী)

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877