স্বদেশ ডেস্ক:
পরপর তিন মেয়ে। তৃতীয় কন্যা সন্তানের আবার গায়ের রং কালো! স্রেফ এই কারণেই সদ্যোজাতকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বসিরহাটে।
জানা গেছে, বসিরহাটের বাসিন্দা আমিন সর্দার। স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে তার সংসার। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার স্ত্রী। গত ১৯ জুন জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের। সেখানেই সমস্যার শুরু। একে ফের কন্যাসন্তান, তার উপর গায়ের রং কালো, বিষয়টা একেবারেই মানতে পারেনি আমিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সদ্যোজাতকে নিয়ে স্বামীর ঘরে ফেরেন গৃহবধূ। সন্তানকে ঘরে রেখে বাইরে গিয়েছিলেন তিনি। সেই সুযোগকে কাজে লাগান আমিন।
অভিযোগ, স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে সন্তানকে গলা টিপে খুন করেন আমিন। ঘরে ফিরে সন্তানের অবস্থা দেখে আর্তনাদ শুরু করে দেয় মা। এরপরই প্রতিবেশীরা সেখানে যান। অবস্থা বেগতিক বুঝে শিশুটিকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয়রাই এদিন আটকে রাখে অভিযুক্তকে। খবর দেয়া হয় থানায়। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত শিশুর মা দাবি করেছে, আগেই শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিল স্বামী। কোনোরকমে সন্তানের প্রাণ বাঁচাতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। কান্নায় ভেঙে পড়েছেন ওই বধূ।
সূত্র : সংবাদ প্রতিদিন