বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজশাহী বিভাগে

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজশাহী বিভাগে

স্বদেশ ডেস্ক

ঈদের ছুটিতে সঞ্চালন লাইনে মেরামতের উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। এজন্য পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় সকল শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘জিটিসিএল-৩০ ইঞ্চি এর ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত) গ্যাস সঞ্চালন পাইপ লাইনের হুক-আপ কাজ ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে। এ কার্যক্রম চলাকালে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সকল এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877