স্বদেশ ডেস্ক: দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত দুই ভাই হলো জিসান ইসলাম (৬) ও আরাফাত ইসলাম (২)। নিহত সিজান ইসলাম ও আরাফাত ইসলাম দিনাজপুর সদরের মির্জাপুর গোয়ালপাড়া বস্তির জামাল উদ্দীনের ছেলে ।
স্থানীয় রুহুল আমিন জানান, মির্জাপুর গোয়ালপাড়া বস্তির সংলগ্ন পুকুরের পাড়ে খেলার ছলে ছোট ভাই আরাফাত ইসলাম পুকুরের পানিতে পড়ে যায়। ছোট ভাইকে উদ্ধার করার জন্য বড় ভাই সিজান ইসলাম পুকুরের পানিতে নামলে দুই ভাই একে অপরকে জড়াজড়ি করে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আপন দুই ভাইয়ের মৃত্যুতে বস্তিবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) বজলুর রশিদ আপন দুই ভাই পুকুরের পানিতে পড়ে মারা যাওয়ার সংবাদ নিশ্চিত করে জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।