সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

শাস্তির মুখোমুখী মেসি…..?

শাস্তির মুখোমুখী মেসি…..?

স্বদেশ ডেস্ক: এ যেন ছোট গল্পের সেই চিরায়ত সংজ্ঞা, ‘শেষ হইয়াও হইল না শেষ’। এবারের কোপা আমেরিকা নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে এরই মধ্যে লিওনেল মেসিকে শাস্তি দিয়েছে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবল। এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগের পাশাপাশি দেড় হাজার ডলার জরিমানা গুনতে হবে আর্জেন্টিনা অধিনায়ককে। চিলির বিপক্ষে কোপার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞা মেসির ওপর এমনিতেই ছিল। বেফাঁস মন্তব্যের শাস্তি বলতে যোগ হয়েছে শুধু জরিমানা। অল্পতে পার পেয়ে যাওয়ায় হয়তো হাঁফ ছেড়ে বেঁচেছিলেন বার্সেলোনা মহাতারকা। কিন্তু আর্জেন্টাইন মিডিয়া বলছে, ঝামেলা এখানেই মিটছে না। মেসির জন্য নাকি আরও শাস্তি অপেক্ষা করছে কোপার সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের কাছে হারার পর পক্ষপাতদুষ্ট রেফারিং নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মেসি। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লাল কার্ড দেখার পর সরাসরি কানমেবলকে ধুয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির অভিযোগ ছিল, ব্রাজিলের হাতে শিরোপা তুলে দিতে পাতানো নাটক মঞ্চায়িত করেছে ‘দুর্নীতিবাজ’ কনমেবল। মেসির আগের শাস্তিটা নাকি শুধু রেফারিং নিয়ে মন্তব্যের জন্য। কনমেবলকে সরাসরি ‘দুর্নীতিবাজ’ বলায় পেতে হবে নতুন শাস্তি। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে নতুন করে ১৬ দিন থেকে ছয় মাস পর্যন্ত নিষিদ্ধ করার কথা ভাবছে কনমেবল। তবে কনমেবলের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মেসি ছয় মাস নিষিদ্ধ হলেও অবশ্য বড় কোনো সমস্যা হবে না আর্জেন্টিনার। কারণ লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শুরু হবে আগামী বছর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877