স্বদেশ ডেস্ক:
একাধিক নারী ও কিশোরকে ধর্ষণ এবং বলৎকার করার অভিযোগে ইদ্রিস আহম্মেদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল রোববার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উয়িং এর সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, একাধিক নারী ও কিশোরকে ধর্ষণ এবং বলৎকার করার অভিযোগে ইদ্রিস আহম্মেদ নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
এ বিষয়ে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান মিজানুর রহমান।