স্বদেশ ডেস্ক : জোহানেসবার্গে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন সাউথ আফ্রিকা জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার মার্ক ব্যাচেলর। গাড়ি চালিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়। জোহানেসবার্গ পুলিশের মুখপাত্র কর্নেল লুঙ্গেলো লামিনি জানিয়েছেন, রাজপথে মোটরবাইকে চরে ব্যাচেলরের গাড়ির কাছে পৌঁছায় দুই দুষ্কৃতকারী। এরপরই তাকে নিশানা করে গুলিবৃষ্টি শুরু করে তারা। গাড়ির ভেতরেই মারা যান মার্ক। গাড়ি থেকে কিছু চুরি যায়নি বলে জানিয়েছে পুলিশ।