স্বদেশ ডেস্ক : ১৭ জুলাই রাতে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে ৩-০ ব্যবধানের জয় এনে দিতে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। এর একটি গোল তিনি করেছেন দর্শনীয় ফ্রি কিক থেকে। তার যে গোলটি বিমোহিত করেছে সবাইকে। কিন্তু সেই অবিশ্বাস্য গোলটি করার পথে মেসি কৌশলে ঘটিয়েছেন দুটি বিতর্কিত কান্ড !
তার একটি ঘটনার জন্য প্রতারক আখ্যায়িত করে মেসিকে নিষিদ্ধ করার আবেদনও করতে যাচ্ছে লিভারপুলের সমর্থকেরা। আবেদনপত্র তৈরি। এখন চলছে আবেদনের পক্ষে স্বাক্ষর সংগ্রহ। এরই মধ্যে আবেদনটির পক্ষে ৫০০০ জন স্বাক্ষরও করেছেন। ৭৫০০টি স্বাক্ষর পড়লেই আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে নিষেধাজ্ঞার আবেদনটি করা হবে। ধারণা করা হচ্ছে, অল্প সময়ের মধ্যেই ৭৫০০ স্বাক্ষরের লক্ষ্যমাত্রা পূর্ণ হবে।