স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেট কাভার করতে যাওয়া দৈনিক সংবাদের ক্রীড়া সম্পাদক অজয় বড়ুয়া মারা গেছেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দৈনিক আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন অজয় বড়ুযার লন্ডন প্রবাসী ছেলে। তিনি জানান, তার বাবা শুক্রবার বাংলাদেশ সময় ভোরে লন্ডনের সেন্ট বার্টস হাসপাতালে মারা গেছেন। বিশ্বকাপ কাভার করতে গিয়ে অসুস্থ হন তিনি। এরপর দ্রুত পরিস্থিতির অবনতি হলে শেষ কয়দিন লাইফসাপোর্টে ছিলেন। তার বাবার মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও মুক্তিযোদ্ধা অজয় বড়ুয়া ১৯৭৪ সাল থেকে দৈনিক সংবাদে ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করেছেন। প্রায় পাঁচ দশক ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।