স্বদেশ ডেস্ক:
ক্ষমতাসীন সরকারের অন্যায় অবিচার এবং গুম খুনের বিরুদ্ধে যে ঝড় উঠেছে, এই ঝড়ে এই মাফিয়া তন্ত্র লন্ডভন্ড হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যে ঝড় উঠেছে এই ঝড়ের মধ্যে বালিতে মাথা গুঁজে রাখলে ঝড়ের প্রভাব কমবে না। চারিদিকে অন্যায়-অবিচার, গুম-খুন যেভাবে বিস্তার লাভ করেছে, এটা চিরদিন চলতে পারে না; এর অবসান হবেই।’
রুহুল কবির রিজভী বলেন, ‘সরকারের যে কু-কীর্তিগুলো বেরিয়ে পড়ছে সেগুলো ঢাকার জন্য তারা ষড়যন্ত্র-চক্রান্তের আশ্রয় নিয়েছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেওয়া তারই অংশ। কারণ বিএনপি এটা নিয়ে ব্যস্ত থাকুক, তাহলে তাদের অপকর্মগুলো দেশে-বিদেশে প্রচারিত হচ্ছে এই বিষয়ে আর কেউ কথা বলবে না। কিন্তু তারা সেটা চাপা দিতে পারেনি।’
তিনি বলেন, ‘বিটিআরসিকে দিয়ে আপনি আল-জাজিরার প্রতিবেদন ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন কিন্তু এটা করে কোন লাভ হবে না। কথা বললেই আমাদের নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, কম তো করেননি। আমাদের ৩৫ লাখ লোকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে রিমান্ডের নামে নির্যাতন করছেন। তারপরে ও জাতীয়তাবাদী শক্তির শেকড় এত গভীরে মাটির এই শিকড় তুলে ফেলতে পারছেন না।’
রিজভী আরও বলেন, আপনারা এখন প্রতিপক্ষ না পেয়ে নিজেরা নিজেরাই মারামারি করছেন, আপনার ছোট ভাইকে আপনি সামাল দিতে পারেন না। আপনার ছোট ভাই এখন বিবেকের তাড়নায় হোক অথবা পরিবারের মধ্যে লেনদেন নিয়ে কোন ঘাটতির কারণে হোক, সত্য কথাগুলো বলে দিচ্ছেন। তিনি বলছেন যে নির্বাচন ফেয়ার হয়নি, দিনের ভোট রাতে হয়েছে। এটা কাদের মির্জা বলছেন, যিনি আপনার ছোট ভাই। আপনার ভাই এবং আওয়ামী লীগের এক নেতার মধ্যে সংঘর্ষের সময় নিরীহ সাংবাদিক মারা গেলো। এখন কোথায় মুখ লুকাবেন?’