স্বদেশ ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসকদের বরাত দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ কথা জানিয়েছেন।
আজ শনিবার বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানান তিনি।
জিএম কাদের বলেন, ‘উনার (এরশাদ) অবস্থা আগের চেয়ে অনেকটা ভালোর দিকে, আগে যে জ্বালা-যন্ত্রণাটা তিনি পাচ্ছিলেন, এখন আর সেটা নেই। তবে ডাক্তাদের ভাষ্যে, “উনি এখনও আমাদের হাত ধরে হাঁটছেন, হাত ছেড়ে দিলে ওনি পড়ে যাবেন। যেদিন হাত ছেড়ে দিয়ে উনি হাঁটতে পারবেন, সেদিন বলা যাবে উনি সুস্থ হয়েছেন। অর্থাৎ উনার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়, অবস্থা যেকোনো সময় যেকোনো দিকে যেতে পারে।”’
তিনি আরও বলেন, দুদিনের চিকিৎসায় ওনার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে লক্ষ্য করা যাচ্ছে। ডাক্তাররা আশা করছেন, এ ধরনের চিকিৎসা চালিয়ে গেলে দ্রুতই উনি সুস্থতার দিকে যাবেন।’
জিএম কাদের বলেন, এইচএম এরশাদের জন্য গতকাল শুক্রবার জুমআ নামাজের শেষে দেশে-বিদেশের বিভিন্ন মসজিতে দোয়া করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্দির-গীর্জায় তার ভক্তরা প্রার্থনা করেছেন, যে কারণে উনি দ্রুত সুস্থতার দিকে যাচ্ছেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে যারা এরশাদের জন্য দোয়া করছেন তাদের সবার প্রতি দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এর আগে গত ২৬ জুন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে)ভর্তি করা হয় হুসেইন মুহম্মদ এরশাদকে। ৯০ বছর বয়সী জাপার চেয়ারম্যান রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার রক্তে হিমোগ্লোবিন ঘাটতির কথা জানান চিকিৎসকরা। পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন এরশাদ। তাতেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তিনি।