স্বদেশ ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হন্ডুরাসের আটলান্টিক উপকূলে গলদা চিংড়ি ধরার নৌকা উল্টে কমপক্ষে ২৬ জন মারা গেছেন। সশস্ত্র বাহিনীর মুখপাত্র ডমিঙ্গো মেজা গত বুধবারের ঘটনাটিকে দেশটির এযাবৎকালের সমুদ্রে হওয়া অন্যতম বড় দুর্ঘটনা বলে দাবি করেছেন।
পুয়ের্তো লেম্পিরার কাছে সংঘটিত এ দুর্ঘটনায় ৪৭ জনকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মেজা।
এ মাসে শুরু হওয়া গলদা চিংড়ি শিকার মৌসুম চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এ উপলক্ষে হন্ডুরাস উপকূলে জড়ো হয়েছে অসংখ্য নৌকা। মেজা জানান, ওই একই দিন একই অঞ্চলে পৃথক এক দুর্ঘটনায় একটি মাছ ধরার নৌকা উল্টে যায়। তবে ওই নৌকার ৪৯ জন আরোহীর সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০১৮ সালে হন্ডুরাস কেবল গলদা চিংড়ি রপ্তানি করে প্রায় ৪৬ মিলিয়ন ডলার আয় করে। এই অর্থের বেশির ভাগই চলে গেছে যুক্তরাষ্ট্রে।