রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আলজাজিরার প্রতিবেদন: ভারতীয় ভিসা নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশি রোগীরা নিষিদ্ধ ছাত্রলীগের বিজয় একাত্তর হল সভাপতি সজিব গ্রেফতার বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার করল সেনাবাহিনী পলিথিন শপিং ব্যাগের উৎপাদন বন্ধে জোরদার হচ্ছে অভিযান আইসিউতে মুশফিক ফারহান সাবেক প্রতিমন্ত্রীর চাচাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটুনি ফ্যাসিবাদের ঘৃণাস্বরূপ বঙ্গবন্ধুর গ্রাফিতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া ১২০ দেশের সংবিধান পর্যালোচনা করে যেসব প্রস্তাবনা দিতে যাচ্ছে কমিশন
৮ বছর জেলে থেকেই ৩১ ডিগ্রি, মুক্তি পেতেই মিলল সরকারি চাকরি!

৮ বছর জেলে থেকেই ৩১ ডিগ্রি, মুক্তি পেতেই মিলল সরকারি চাকরি!

স্বদেশ ডেস্ক:

জেলে থাকার সময় গত আট বছরে ৩১টি ডিগ্রি অর্জন করেন তিনি। এর ফলে জেল থেকে মুক্তি পেতেই সরকারি চাকরিও পান ওই ব্যক্তি। এরপর চাকরি করতে করতেই পরের পাঁচ বছরে আরও ২৩টি ডিগ্রি লাভ করেন। এমন কৃতিত্ব অর্জন করেছেন গুজরাটের বাসিন্দা ভানুভাই পটেল নামের এক চিকিৎসক।

নিউজ১৮ সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, জেলা থাকা অবস্থায় এমন কৃতিত্বের জন্য ইতিমধ্যেই ভানুভাই পটেলের নাম লিমকা বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ড, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড, ইন্ডিয়া বুক অফ রেকর্ড-করা হয়েছে।

৫৯ বছরের ভানুভাই পটেল গুজরাটের ভাবনগরের বাসিন্দা। আমেদাবাদের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার পর ১৯৯২ সালে তিনি মেডিকেল ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে যান। কিন্তু সেখানে স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে কাজ করতে করতে তার এক বন্ধু ভানুভাইয়ের অ্যাকাউন্টে নিজের মাইনের যাবতীয় টাকা জমা করতেন। সেই অভিযোগেই FERA আইনে তাকে গ্রেপ্তার করা হয়।

৫০ বছর বয়সে ১০ বছরের জেল হয় তার। আমেদাবাদের জেলেই ১০ বছর কাটান তিনি। সাধারণত সাজাপ্রাপ্ত কাউকে সরকারি চাকরি দেওয়া হয় না। কিন্তু ভানুভাই জেল থেকে ছাড়া পাওয়ার পরই অম্বেদকর বিশ্ববিদ্যালয় থেকে চাকরির অফার পান। চাকরি পাওয়ার পরের পাঁচ বছরে ভানুভাই আরও ২৩টি ডিগ্রি অর্জন করেন। এভাবে মোট ৫৪টি ডিগ্রি পেয়েছেন তিনি।

করোনা মহামারির সময় নিজের জেলবন্দী জীবন এবং নিজের করা বিশ্বরেকর্ডগুলো নিয়ে গুজরাটি, হিন্দি এবং ইংরেজি ভাষায় তিনটি বই লিখেছেন ভানুভাই। ইংরেজি বইটির নাম ‘Behind Bars and Beyond’। গুজরাটে ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই চিকিৎসক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877