স্বদেশ ডেস্ক: স্বর্ণালংকার ও টাকা চুরি এবং মারধরের মামলায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে মারধর, স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন উপজেলার টরকী গ্রামের রেহানা বেগম নামে এক নারী।
মামলার বাদী রেহানা বেগম বলেন, ‘গত বৃহস্পতিবার আমার বাড়িতে গিয়ে আমাকে মারধর করেন ফয়সাল মৃধা। এরপর ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।’
বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার ছয়জন আসামির মধ্যে ফয়সাল প্রধান আসামি। তবে রাজনৈতিক কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি। ‘