শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ন

রাসেলকে প্রতিমাসে ৫ লাখ টাকা দিতে হবে

রাসেলকে প্রতিমাসে ৫ লাখ টাকা দিতে হবে

স্বদেশ ডেস্ক: পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের টাকা কিস্তিতে পরিশোধ করতে গ্রীনলাইন পরিবহনকে সুযোগ দিয়েছে আদালত। রাসেলকে প্রতিমাসে ৫ লাখ টাকা করে ৪৫ লাখ টাকা পরিশোধ করতে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এক আদেশে হাইকোর্ট এই নির্দেশ দেন। উল্লেখ্য, গ্রীনলাইন বাসের চালক প্রাইভেটকার চালক রাসেলের ওপর গাড়ি তুলে দেয়ার পর পা হারানো রাসেল। বিচারক জানান, প্রতি মাসের ৭ তারিখ টাকা পরিশোধ করতে হবে। ১৫ তারিখ আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। এ বিষয়ে পরবর্তী আদেশের তারিখ আগামী ১৬ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
আদালত বিস্ময় প্রকাশ করে বলেন, এত টাকার বাস নামানো হয়েছে আর গ্রীনলাইন পরিবহন রাসেলকে ক্ষতিপূরণের ৪৫ লাখ টাকা দিতে পারেনা। শুরু থেকেই রাসেলের প্রতি গ্রীনলাইনের আচরণ অমানবিক ছিল। তাদের আচরণ অশোভনীয়। গ্রীনলাইন পরিবহনের আচরণ দেখে মনে হচ্ছে তারা গরিব, রাসেল ধনী। রাসেল মাফ করে দিলেই তারা বাঁচে গ্রীনলাইন আদালতের সাথে বেয়াদবি করেছে বলেছে, ম্যানেজারের আচরণও খারাপ। মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণেও এখনো কোন কার্যকরি পদক্ষেপ নেই বিআরটিএ’র। ঢাকা শহরটাকেই এখনো ঠিক করতে পারেনি। খনো ড্রাইভারদের যোগ্যতাই ঠিক করতে পারছে না। ভুয়া লাইসেন্সের ড্রাইভার, আনফিট গাড়ি দিয়ে রাস্তা সয়লাব।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877