বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ওপার বাংলার ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার তিনি ফিরলেন দেশীয় ছবির কাজে। অংশ নিলেন সরকারি অনুদানের ‘অলাতচক্র’ ছবিতে। গত রোববার থেকে ময়মনসিংহে শুরু হয়েছে এর দৃশ্যধারণ। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব।
তিনি জানান, কথাসাহিত্যিক আহমদ ছফার উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। মূলত এটি লেখকের আত্মজীবনীমূলক উপন্যাস। ‘অলাতচক্র’ ছবিতে জয়ার পাশাপাশি আরও অভিনয় করছেন আহমেদ রুবেল। জানা যায়, বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি।
এদিকে, ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা অতনু ঘোষের ছবি ‘বিনি সুতোয়’তে অভিনয় করছেন জয়া আহসান। এতে তার বিপরীতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবির একটি স্থিরচিত্র। যেখানে দেখা গেছে জয়া ও ঋত্বিক দুজনকেই।