বিনোদন ডেস্ক: নিজের ছেলে আব্রাহাম জয়কে নিয়ে ভালোই কাটছে অপু বিশ্বাসের সময়গুলো। এবার তার পালকে নতুন উপহার যুক্ত হতে যাচ্ছে। এই সুখবর নিয়ে আজই উড়াল দিচ্ছেন দুবাই। বলিউডের কারিনা কাপুর ও সোনম কাপুরের পর দেখা যাবে অপু বিশ্বাসকে। এমন লাইন পড়ে যে কেউ দ্বন্দ্বে পড়ে যাবেন। অপু কি বলিউডের সিনেমায় অভিনয় করছেন? আসলে তা নয়। অপু বিশ্বাস আজ দুবাই যাচ্ছেন। মাল্যবর ব্র্যান্ডের একটি শোরুম উদ্বোধন করবেন তিনি।
এ ছাড়া তাদের একটি ফটোশুটে অংশ নেবেন অপু। এর আগে এই ব্র্যান্ডের জন্য কারিনা কাপুর ও সোনম কাপুরকে দুবাই দেখা গেছে। কয়েক বছর ধরে কারিনা-সোনমই ছিলেন মাল্যবরের মডেল। এবার সেই জায়গায় দেখা যাবে অপু বিশ্বাসকে। কারিনা নিজের ছবি ও সন্তান নিয়ে ব্যস্ত। আর সোনম কাপুর সন্তানসম্ভবা। এই সুযোগে অপুর কপাল খুলেছে।
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘অনেক বড় ব্র্যান্ড এটি। এর সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগছে। আজই দুবাই যাচ্ছি। সেখানে তিন দিন থাকব। দুবাইয়ে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ বসবাস করেন। তাদের মাঝে এই ব্র্যান্ডের জিনিস ব্যবহারে উদ্বুদ্ধ করব। সেখানে বাংলাদেশিদের মধ্যে আমার জনপ্রিয়তা পরোক্ষ করার সুযোগটাও পাচ্ছি। এ ছাড়া তাদের মডেল হিসেবে ছবি তুলব। একদিন পুরোটাই ঘুরব। ২৮ জুন ঢাকায় ফিরব।’
অন্যদিকে অপু বিশ্বাস সম্প্রতি শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবি। এ ছবির কয়েকটি গানের শুটিং বাকি আছে। আগামী মাসে এসব গানের শুটিংয়ে অংশ নেবেন তিনি।