বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

লন্ডনে ‘ইতি, তোমারই ঢাকা’

লন্ডনে ‘ইতি, তোমারই ঢাকা’

বিনোদন ডেস্ক : একের পর এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতিয়ে এবার লন্ডন যাচ্ছে বাংলাদেশের ছবি ‘ইতি, তোমারই ঢাকা’। লন্ডনের বাগরি ফাউন্ডেশন লিফ ফেস্টিভালের অধীনে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে চলছে চলচ্চিত্র উৎসব।

লন্ডনে চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গত ২০ জুন, চলবে ২৯ জুন পর্যন্ত। বার্মিংহামে চলচ্চিত্র উৎসব শুরু হয় গত ২১ জুন, চলবে ১ জুলাই পর্যন্ত। অন্যদিকে, ম্যানচেস্টারে উৎসবের পর্দা উঠবে ২৬ জুন থেকে। চলবে ২৯ জুন পর্যন্ত। এরই মধ্যে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ ছবিটি গত রোববার লন্ডনে দেখানো হয়েছে। একই স্থানে পরবর্তী শো হবে ২৭ জুন সন্ধ্যা ৬টায়।

এর আগে, কানাডার টরন্টোর ‘সাউথ এশিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ৮ম আসরে ছবিটি প্রদর্শিত হয়। আর গেল ৩০ এপ্রিল ‘কাজান আন্তর্জাতিক মুসলিম চলচ্চিত্র উৎসব’-এর ১৫তম আসরে ছবিটি ‘রাশিয়ান গিল্ড অব ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতে নেয়।

ঢাকার সাম্প্রতিক চিত্র নিয়ে ১১ তরুণ নির্মাতা তৈরি করেছেন ‘ইতি, তোমারই ঢাকা’। তারা হলেন গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর, তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও নুহাশ হুমায়ূন। এতে অভিনয় করেছেন দেশের ছোট ও বড় পর্দার জনপ্রিয় অন্তত ৩০ জন অভিনয়শিল্পী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877