রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

গুগলের ডুডলে সুফিয়া কামাল

গুগলের ডুডলে সুফিয়া কামাল

স্বদেশ ডেস্ক : বাংলাদেশের মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে গুগল বিশেষ এই ডুডলটি তৈরি করেছে । ২০ জুন হচ্ছে তাঁর জন্মদিন। লাল-সবুজের মিশেলের ডুডল লেখার ওপর বসানো হয়েছে কবি সুফিয়া কামালের পোট্রেট। আর ওই পোট্রেটে ক্লিক করতেই চোখের সামনে ভেসে উঠছে সুফিয়া কামাল সম্পর্কে বিস্তারিত। গুগলের হোমপেজে সার্চবক্সের ওপরে দেখানো বিশেষ লোগো এ ডুডল। বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য নিজেদের লোগো বদলে মানানসই যে লোগো তৈরি করে, সেটিই ডুডল। ডুডল পেজে ইংরেজিতে কবি সুফিয়া কামাল সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। আর গুগল এই ডুললটি শুধুমাত্র বাংলাদেশে প্রদর্শন করছে। দেশের নারী জাগরণের অগ্রদূত ‘সাঁঝের মায়া’র কবি বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদের নবাব পরিবারে জন্মগ্রহণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877