শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে জয় দেখছেন ইনজামাম

ভারতের বিপক্ষে জয় দেখছেন ইনজামাম

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন রকম এক লড়াই। আর বিশ্বকাপ হলে তো কথাই নেই। দুই দলের মাঠের লড়াই দেখতে উৎসুক থাকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। রোববার বিকেল সাড়ে তিনটায় ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মেুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হক এই ম্যাচকে দেখছেন ফাইনালের আগেই আরেক ফাইনাল হিসেবে।

দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই নিয়ে ইনজামাম বলেন,‘বিশ্বকাপে যখনই ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, সেটা ফাইনালের আগে আরেকটা ফাইনাল হয়ে যায়। দর্শকদের মধ্যে সবসময়ই এই ম্যাচ নিয়ে উত্তেজনা কাজ করে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৪ হাজার অথচ টিকিটের জন্য প্রায় ৮ লাখ মানুষ আবেদন করেছে। এই তথ্যটাই ধারণা দেয় এই ম্যাচটা কত বড়।’

এখন পর্যন্ত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৬ ম্যাচ খেললেও কোনোবারই জয় পায়নি পাকিস্তান। এ কারণে পাকিস্তান চাপে থাকবে স্বীকার করলেও পাকিস্তানের প্রধান নির্বাচক মনে করেন, এবারই বদলে যাবে ইতিহাস। তার মতে, এমন ম্যাচে অতীতের পারফরম্যান্স নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

ইনজামাম বলেন,‘ভারত-পাকিস্তান ম্যাচে অতীতের পারফরম্যান্স কোনো ব্যাপার না। ম্যাচের দিন কে ভালো খেলছে সেটাই আসল। আমি আশা করি এই ম্যাচে পাকিস্তান জিতবে এবং মানুষ ভালো খেলা দেখতে পারবে। এবারের আসরে পাকিস্তান মাত্র একটি ম্যাচ জিতেছে। আমার আশা পাকিস্তানের ভাগ্য এই ম্যাচে বদলে যাবে।’

তিনি আরো বলেন,‘সবকিছুই একদিন পরিবর্তন হবে। বিশ্বকাপে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি, তাই অবশ্যই পাকিস্তানের উপর চাপ থাকবে। এটা বড় ম্যাচ। এখানে সবসময়ই চাপ থাকবে। যদি আপনি এখানে ভালো খেলেন, সেটা আপনাকে বড় সন্তুষ্টি দিবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877