বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন

বিয়ের অনুষ্ঠান থেকে পালালো বর, রক্ষা পেল কনে

বিয়ের অনুষ্ঠান থেকে পালালো বর, রক্ষা পেল কনে

স্বদেশ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শুক্রবার পুলিশের অভিযানে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক ১০ম শ্রেণিতে পড়ুয়া মাদরাসা ছাত্রী। এসময় পুলিশের ভয়ে বিয়ের অনুষ্ঠান ভণ্ডুল করে বরসহ উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক ও স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামের নাজমুল হকের মেয়ে নাজমা আক্তার (১৫) স্থানীয় চুয়রিয়া খোলা ঈদগাহ দাখিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে শুক্রবার পার্শ্ববর্তী জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর (কুলথুন) গ্রামের মমিন উদ্দিনের ছেলে আল আমিনের বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে কনের বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিরা শুক্রবার দুপুর থেকেই বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। বরপক্ষের লোকজনও বরকে নিয়ে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু এ বাল্যবিয়ের খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিয়ের অনুষ্ঠান ভন্ডুল করে বরসহ বর ও কনে পক্ষের লোকজন অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকরা প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়েকে বিয়ে না দেয়ার অঙ্গীকার করে পুলিশের কাছে মুচলেকা দেয়। এতে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় মাদরাসার ওই ছাত্রী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877