শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

টিভি ইটালী প্রতিনিধি শাহীনকে বিদায় সংবর্ধনা

টিভি ইটালী প্রতিনিধি শাহীনকে বিদায় সংবর্ধনা

হাকিকুল ইসলাম খোকন, (বাপসনিউজ): জিটিভি ইটালী প্রতিনিধি শাহীন  খলিল কাউসারকে সম্প্রতি নিউইয়র্ক কুইন্সের একটি রেস্টুরেন্টে আমেরিকা প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজি ‘র পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সভাপতি ও বাপসনিউজ এডিটর  সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক ও লেখক হেলাল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর প্রধান উপদেষ্টা  ও প্রবীন শিশু সাহিত্যিক হাসানুর  রহমান, এনটিভি প্রতিনিধি পুলক মাহমুদ, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক সোনিয়া সিরাজ। ‍অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপস্ নিউজ ‘র বিশেষ প্রতিনিধি সরদার আল মামুন ও পংকজ রায় ।

প্রধান অতিথি ইটালী প্রবাসী জিটিভি প্রতিনিধি শাহীন খলিল কাউসারকে ফুলের তোড় দিয়ে সংগঠনের পক্ষ্য থেকে সম্মাননা জানানো হয় । উল্লেখ্য, শাহীন খলিল কাউসার গত ২৮ নভেম্বর সন্ধ্যায় এক সপ্তাহের শুভেচ্ছা সফরে নিউইয়র্ক আসেন এবং গত ৫ ডিসেম্বর ইটালীর উদ্দেশ্য নিউইয়র্ক ত্যাগ করেন । সংবর্ধনায় শাহীন খলিল কাউছার, আমেরিকান বাঙালী প্রবাসীদের আয়োজনের প্রসংশা করেন । অনুষ্ঠান  শেষে নৈশ ভোজের আয়োজন করা হয় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877