মেষ: এই সময়ে আপনার চাকরির জায়গায় উন্নতির সুযোগ আসতে পারে। কিন্তু বাইরের কোনও লোকের জন্য আজ আপনার খরচও বৃদ্ধির সম্ভবনা আছে।
বৃষ : অযথা কোনো ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন। তবে ভ্রমণের ভাল যোগ আছে। নিজের জেদের জন্য আজ কোনও ক্ষতি হতে পারে। আজ আপনার কাজের চেষ্টা বিফলে যাবে।
মিথুন: অহঙ্কার এই সময় যত কম করবেন ততই লাভ। মাথার ব্যাধি বাড়বে। কাজের জন্য ব্যাকুলতা বাড়তে পারে। ব্যবসার জন্য অত্যন্ত শুভ যোগাযোগ আসছে।
কর্কট : গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির সুযোগ পাবেন। বাড়তি কোনও ব্যবসার জন্য আলোচনা হবে। আইনি কাজের জন্য ঝামেলার আশঙ্কা বেশি।
সিংহ : জলপথে ভ্রমণ না করাই আপনার জন্য ভাল। এই সময় আপনার কর্মপরিবেশ যথেষ্ট অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। পিতার স্বাস্থ্য এখন ভালোই যাবে।
কন্যা : জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন, আপনার ক্ষতি করতে পারে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন।কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকার সম্ভাবনা।
তুলা : সন্তান সাফল্য লাগে করায় আপনার আনন্দ বাড়বে। রোমান্স ও বিনোদন এখন শুভ হবে। পুরানো আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ভালো ব্যবহারের সাহায্যে কাজ আদায় করা সহজ হবে।
বৃশ্চিক : মানসিক চাপ মুক্ত হতে আপনার মূল্যবান সময় আপনার বাচ্চাদের সাথে কাটান। আপনি বাচ্চাদের উপশমকারী ক্ষমতা অনুভব করবেন। দেখবেন সমস্যার সমাধান সহজেই খুঁজে পাবেন।
ধনু: ধনু রাশির জাতক জাতিকারা আজ প্রেম ও রোমান্সে সফল হবেন। কারো ভালোবাসায় নিজেকে অর্পণ করবেন। সন্তানের সফলতায় পিতা মাতার আনন্দ বাড়বে। ফলে গর্ববোধ বাড়বে।
মকর: মকর রাশির জাতক জাতিকার জন্য এই দিনটি বেশ ভালো । কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণের সম্ভাবনা। পরিবারের সাথে কোনো আত্মীয় বাড়ী বেড়াতে যেতে পারেন।
কুম্ভ : আপনার কাজের প্রসংশা আত্মীয় স্বজন সকলের মুখে মুখে হবে। প্রতিবেশীর দুঃসময়ে তার পাশে থাকা আপনার এক মহান কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে।
মীন: সকলকে সম্মান দিয়ে চললে আপনাকে সবাই অবশ্যই ভালো চোখে দেখবে। প্রয়োজনে রাজনৈতিক ক্ষমতায় আপনাকে বসাতে পারে। ব্যবসায়ীদের রপ্তানী দ্রব্য নষ্ট হতে পারে, বেশ কিছু ক্ষয়ক্ষতির স্বীকার হতে হবে।