স্বদেশ ডেস্ক: চুয়াডাঙ্গায় টিসিবির বিক্রি করা ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজ কিনতে ভিড় করছেন শত শত মানুষ। এ পেঁয়াজ সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন বিভিন্ন পেশাজীবীরাও। পেঁয়াজের ট্রাকের সামনে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষের সদস্যদের। কিন্তু এরপরও বাজারে পেঁয়াজের দামের ওপর কোনো প্রভাব পড়েনি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে ট্রাক ভিড়িয়ে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির দৃশ্য এটি। এ স্বল্পমূল্যে পেঁয়াজ বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সংশ্লিষ্টরা জানায়, চার হাজার কেজি পেঁয়াজ চুয়াডাঙ্গায় এসেছে। মঙ্গলবার থেকে টিসিবি ডিলারের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। ক্রেতাদের প্রত্যেককে এক কেজি করে পেঁয়াজ দেয়া হচ্ছে।
এদিকে, পেঁয়াজগুলো আকারে বড় হলেও খুচরা ও পাইকারি বাজারের থেকে দাম কম হওয়ায় সকাল থেকেই টিসিবির ডিলারের ট্রাক ঘিরে লম্বা লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর পেঁয়াজ কিনতে পারায় সন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতা। পাশাপাশি খুচরা ও পাইকারি বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অনেকে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদ জানান, মজুদ থাকা পর্যন্ত প্রতিদিন এক টন করে পেঁয়াজ বিক্রি করা হবে।