শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ অপরাহ্ন

হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল কারাগারে

হত্যা মামলায় সাবেক সচিব মহিবুল কারাগারে

স্বদেশ ডেস্ক:

যুবদল নেতা শামীম হত্যায় পল্টন থানায় করা মামলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী রবিবার এ আসামির পাঁচ দিনের রিমান্ডে আবেদন শুনানির দিন ঠিক করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মহিবুল হককে আজ আদালতে হাজির করেন। তবে মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য রবিবার দিন নির্ধারণ করেন।

এর আগে গত ২০ নভেম্বর রাত ১১ টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে মহিবুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877