স্বদেশ ডেস্ক:
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাতবারের সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে রুহিয়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার রাত আড়াইটায় ঠাকুরগাঁও সদরের রুহিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ দবিরুল ইসলামকে রুহিয়া থানার রামনাথ বাজার এলাকার মরহুম আলমগীর হোসেনের বাসা হতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।