স্বদেশ ডেস্ক:
‘ফ্রি ফিলিস্তিন’ লেখা একটি ব্লেজার পরে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই নায়ক। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘এগেইনস্ট জেনোসাইড! ফিলিস্তিনি সৈন্যদের পাশে আছি।
কথা প্রসঙ্গে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন খবরে যে বাচ্চাগুলোকে দেখছি, একজন মানুষ হলে যে কারো খারাপ লাগার কথা। তাই যেভাবে পারেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি।