স্বদেশ ডেস্ক:
বৃষ্টি শঙ্কা মাথায় নিয়েই আবারো মাঠে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে নিউজিল্যান্ড। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ২টায়।
তবে প্রথম ম্যাচের মতে আজো ভারী বর্ষণে ভেস্তে যেতে পারে খেলা। এজন্য আবহাওয়াকে প্রধান প্রতিপক্ষ ভেবেই মাঠে নেমেছে দুই দল।
বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। চোট পাওয়া তানজিম সাকিবের সাথে জায়গা হারিয়েছেন নুরুল হাসানও। তাদের বদলে একাদশে এসেছেন হাসান মাহমুদ ও অভিষিক্ত খালেদ আহমেদ। আজই প্রথম ওয়ানডে জার্সি গায়ে চাপিয়েছেন খালেদ।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান।
নিউজিল্যান্ড একাদশ :
লকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, চ্যাড বোয়েজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, কোল ম্যাকনকি, কাইল জেমিসন, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।