শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ওমরাহ পালনে দেশের কল্যাণে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর

ওমরাহ পালনে দেশের কল্যাণে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর

সৌদি আরবের পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।

দেশটির স্থানীয় সময় গতকাল শনিবার রাত ১টার আগে পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

জানা গেছে, হযরত মোহাম্মদ (স.)-এর রওজা জেয়ারত করতে আজ রোববার সকালে মদিনা যাবেন প্রধানমন্ত্রী। রাতে মদিনা থেকে মক্কায় ফিরবেন তিনি। এরপর সেখান থেকেই ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

টানা ১২ দিনের সরকারি সফর শেষে আগামী ৮ জুন (শনিবার) ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877